আছে তাৰে তৈরীতে বারের বিধ মুছন, আছে ভৈরবের স্বরে মিলনের আসন্ন অচ্চন। বে খেয়ার কর্ণধার তোমারে নিয়েছে সিন্ধুপারে श्रांशांफ़ज़, जखज, शंग्रांप्न, ठाँव्र जांtर्ष बांtद्र बांtद्र হয়েছে আমার চেনা ; কতবার তারি সারি-গানে নিশাস্তের নিদ্রা ভেঙ্গে ব্যথায় বেজেছে মোর প্রাণে অজানা পথের ডাক, সুর্ধ্যান্তপারের স্বর্ণরেখা ইঙ্গিত করেছে মোরে। পূন আজ তার সাথে দেখা মেঘে-ভরা বৃষ্টিকর দিনে। সেই মোরে দিল আনি ঋরে-পড়া কদম্বের কেশর-সুগন্ধি লিপিখানি তব শেষ বিদায়ের। নিয়ে যাৎ ইহার উত্তর নিজ হাতে কবে আমি, ওই খেয়া' পরে করি ভর, না জানি সে কোন শান্ত শিউলি-ঝরার শুরুরাতে ; দক্ষিণের দোল-লাগা পার্থী-জাগা বসন্ত প্রভাতে, নব মল্লিকার কোন আমন্ত্রণ-দিনে ; শ্রাবণের ঝিল্লিমন্ত্র-সবন সন্ধ্যায় ; মুখরিত প্লাবনের অশান্ত নিশীথ রাত্রে ; হেমন্তেব দিনান্ত বেলায় কুহেলি-গুণ্ঠনতলে ? ধরণীতে প্রাণের খেলায় সংসারের যাত্রাপথে এসেছি তোমার বহু আগে, স্বথে দুখে চলেছি আপন মনে ; তুমি অনুরাগে এসেছিলে আমার পশ্চাতে, বাঁশিখানি লয়ে হাতে, মুক্ত মনে দীপ্ত তেজে, ভারতীর বরমাল্য মাখে। আজ তুমি গেলে আগে ; ধরিত্রীর রাত্রি আর দিন তোমা হতে গেল খসি', সৰ্ব্ব আবরণ করি লীন চিরন্তন হ'লে তুমি, কৰ্ত্ত করি, মুহূর্ডের মাঝে। গেলে সেই বিশ্বচিত্ৰলোকে, যেথা স্নগষ্ঠীর বাজে আনন্তের বীণা, যার শব্দহীন সঙ্গীতধারার ছুটেছে রূপের বন্ত গ্রহে স্বর্ঘ্যে তারায় তারায়। সেখাঁ তুমি অগ্রজ আমার ; যদি কভু দেখা হয়, পাব তবে দেখা তব কোন অপরূপ পরিচয় কোন ছলে, কোন রূপে ? যেমনি অপূৰ্ব্ব হোক নাকে৷ তবু আশা করি যেন মনের একটি কোণে রেখে
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।