এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
তাজা তাজা আজি ফুল ফোটায় o এই আলোয় এই হাওয়ায় ! কচি কিসলয়ে কুঞ্জ ছায়—’ সব তরুণ আজ ধরায় ! তরুণী আশারে সঙ্গী কর আজ আবার, মন রে মন । চির নুতনেরি যেই নিঝর ব্যক্ত আজ সেই গোপন । প্রাণে প্রাণে শুধু যার প্রকাশ, যার আভাষ মন-পবন, গানে গানে নিতি র্যার বিলাস বন্দি আজ তার চরণ। ভোরাই ভোর হ’ল রে, ফস1 হ’ল, দুল্ল উষার ফুল-দোলা ! আন্কে আলোয় যায় আখ ওই পদ্মকলির হাই-তোলা ! জাগল সাড়া নিদমহলে, অ-থই নিথর পাথার-জলে— আলপনা দ্যায় আলতো বাতাস, ভোরাই স্বরে মন্ ভোলা । ধানের ক্ষেতের সব জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে ! সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে। আলোয় মাঠের কোল ভরেছে, অপরাজিতায় রং ধরেছে— নীল-কাজলের কাজল-লতা আসমানে চোখ,ভূবিয়ে যে। ఆసి dथॐtश्व