পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চন কল্পনা আজ চলছে উড়ে হালকা হাওয়ায় খেল খেলে ! পাপড়ি-ওজন পান্‌সি কাদের সেই হাওয়াতেই পাল পেলে! মোতিয়া মেঘের চামর পিজে পায়রা ফেরে আলোয় ভিজে পদ্মফুলের অঞ্জলি যে আকাশ-গাঙে যায় ঢেলে ! পূব গগনে থির নীলিমা ভূলিয়েছে মন ভুলিয়েছে ! পশ্চিমে মেঘ মেলছে জটা—সিংহ কেশর ফুলিয়েছে ! হাস চলেছে আকাশ-পথে, হাসছে কারা পুপ-রথে,— রামধন্থ-রং অচিলা তাদের আলো-পাথার দুলিয়েছে। শিশির-কণায় মাণিক ঘনায়, দুৰ্ব্বাদলে দীপ জ্বলে ! শীতল শিথিল শিউলী-বোটায় মুগু শিশুর ঘুম টলে! আলোর জোয়ার উঠছে বেড়ে গন্ধ-ফুলের স্বপন কেড়ে, বন্ধ চোখের আগল ঠেলে রঙের ঝিলিক্ ঝলমলে । নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল-খোলা ! আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝাণ্ড নিয়ে ঝড় তোলা ? ফিরছে ফিঙে দুলিয়ে ফিতে, বোল ধরেছে বুলবুলিতে ! গুঞ্জনে আর কুজন-গীতে হর্ষে ভুবন হরবোলা ! እፃ •