পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজ-কারিগর হাজার হাতের হাতুড়ি তোমার - C তুড়-তুড়া-তুড় স্থায় তুড়ি ! তুরপুন হ’ল তানপুরা তব,— * নেহাইএ নেহাইএ দাও তেহাই, উল্লাস-ভরে হুল্লেড়ি কণ্ডু, গুন-গুৰু গান শুনতে পাই । তোমার ভক্ত সেবক যে,তার বুকে পিঠে যেন ঢাল রাধা, দরকচ-মারা জোয়ান চেহারা কোচ কানো ভুরু, মন শাদ ! { } 事 { } রাজ-কারিগর বিশ্বকৰ্ম্ম ! স্বর্গে মর্ত্যে মিস্তিরি ! তোমার প্রসাদে শ্রমেও আমোদ, ধমনীতে ছোটে পিচ কিরি । 毒 * 肇} তোমার হুকুমে হাতিয়ার ধরি আমরা বিশ্ব-বাংলাতে ; থলথলে মাটি, ঠনঠনে লোহা অনায়াসে পারি সামূলাতে । যণি-কাঞ্চনে আমরা মিলাই, মণি-মালঞ্চে হার গাথি, বন-কাপাসীর হাসি কুড়াইয়া টানা দিই তাতে দিন রাতি। রুখো গুখো কাঠে ফুল যে ফোটাই বাটালির ঘায়ে বশ করি, কণিক, ছেনি, হাতুড়ি চালাই, তুরপুন মাকু বা’শ ধরি। > ፃoo·