এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সবাই সাঝে আজ কিসের আলো, ভুলালো মন ভুলালো । ফাগুয়ার ফাগ মিলালে। শরতের মেঘের মেলায় । আলোতে ডুবিয়ে আঁখি পুলকে ডুব তে থাকি । হুবহু সোনার ফাকি ঝুরুঝুর হাওয়ার খেলায় । মরি, কার পরশ-মণি গগনে ফলায় সোন । হৃদয়ে নূপুর-ধবনি— অজানার আনাগোনায় । সোনালি জর্দা চেলি দিয়ে কে শূন্তে মেলি’ নিথরের পর্দা ঠেলি” উদাসে আঁচল হেলায় । ধ’রে রূপ জর্দা আলোর ঝরে কার রূপের আতর । নয়নের কাৰ্ব্ব যে মোর ছাপিয়ে ঢেউ খেলে যায়। > * 6: