এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাব্য-সঞ্চয়ন
নলিনীর ক্লান্ত ঠোটে অবেলায় হাসি ফোটে । গহনে স্বপন-কোটে সেফালি চোখ মেলে চায় অলকার রত্নাগারে চুকেছি হঠাৎ যেন । ডুবে যাই চমৎকারে! সায়রে শিশির হেন ; আঙুলে হিঙুল নিয়ে ফেরে কে মেঘ রাঙিয়ে । গোপনের কিনার দিয়ে পারিজাত-ফুল ফেলে যায়। বলি, ও স্বৰ্গনদী ! বিলালে স্বর্ণ যদি, তবে কি এই অবধি ? এসে আর একটু নেমে ; থেক না আধেক পথে, এস গো এই মরতে, অতসীর এই জগতে প্রতিমার কপোল ঘেমে । মরতের কুঞ্জগেহে ঝ’রে যে যায় গো চাপা, তারা রয় তোমার দেহে, সে বরণ রয় কি ছাপা ? እ ዓ\»