পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধ-পূর্ণিমা নিখিলে নিরবধি বিতর সম্বোধি” মরমী হোক লোক তোমারি করুণায় ; ভুবন-সায়রের হে মহা-শতদল ! জাগ হে ভারতের মৃণালে গরিমায় ॥ চাদের করে গড় করভ সুকুমার, ভুবন-মরুভুমে মুরতি চারুতার ; বিরাজো চারু হাতে অমিত জোছনাতে * জুড়াতে জগতের পিয়াস অমিয়ার ! তোমারি অনুরাগে অযুত তার জাগে, তুষিত আঁখি মাগে দরশ আর-বার, ভারত-ভারতীর সারথি চির, ধীর, তোমারি পায়ে ধায় আকুতি বসুধার ॥ মুনির শিরোমণি ! হৃদয়-ধনে ধনী ! চিন্তা-মণি-মালা তোমারে ঘিরি ভায়, বসিয়া ধ্যান-লোকে নিখিল-ভরা শোকে আজো কি শতধারা কমল-আঁখি ছায় ? মমতাময় ছবি ! তোমারে কোলে লভি’ ভূষিত হ’ল ধরা স্বরগ-সুষমায়, করুণা-সিন্ধু হে ] ভুবন-ইন্দু হে ! ভিখারী জগজয়ী ! প্ৰণতি তব পায় ॥ >bA●