নমস্কার প্রতিভা-প্রভায় যার ভিন্ন-তমঃ অভিচার-নিশি, আবেদনে-আস্থাহীন, 'আত্মশক্তি-মন্তু দ্রষ্টা ঋষি, ভীরুতার চিরশত্র, ভিক্ষুতার আজন্ম-অরাতি, শোণিত-নিষেক-শূন্ত নৈযুজ্যের নিত্য-পক্ষপাতী, বঙ্গের মাথার মণি, ভারতের বৈজয়ন্ত হার,— নমস্কার । করি নমস্কার ! রুদ্ধ-কণ্ঠ পাঞ্জাবের লাঞ্ছনার মৌনী-অমারাতে নিৰ্ভয়ে দাড়াল একা বাণী যার পাঞ্চজন্ত হাতে ঘোষিল আত্মার জয় কামানের গর্জন ছাপায়ে অতিচারী ফিরিঙ্গীর ঘাটা-পড়া কলিজা কাপায়ে তুচ্ছ করি রাজ-রোষ উপরাজে দিল যে ধিক্কার,— নমস্কার ! করি নমস্কার ! দাড়ায়ে প্রতীচ্য ভূমে যে ঘোষে অপ্রিয় সত্য কথা,— 'জঘন্ত জন্তুর যোগ্য পশ্চিমের দস্তুর সভ্যতা !” ছিন্নমস্ত ইয়োরোপা শোনে বাণী স্বপ্নাহন্ত-পারা— ছন্নমুওে শিবনেত্র, দেখে নিজ রক্তের ফোয়ারা— শহরি’ কবন্ধ মাগে যার আশে শাস্তিবারি-ধার— নমস্কার ! তারে নমস্কার ! দেশে যে সৰ্ব্বপূজ্য, বিদেশে যে রাজারও অধিক, খরিত যার গানে সপ্ত সিন্ধু আর দশদিক্,— देर्षकदि-झ्च्चश्रङि, छ्नब्रर्थी, निष्ठा-दनमैौग्न, বতরে যে বিশ্বে বোধি,—বিশ্ববোধিসত্ত্ব জগৎপ্রিয়, মত্য তারুণ্যের টীকা ভালে যার, চিত্ত-চমৎকার,— নমস্কার 1 তারে নমস্কার ! ծԵր6:
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।