কুণ্ঠ-রহিত বৈকুণ্ঠের জ্যোতি জাগে যার মনে, সাজা নিতে নয় কুষ্ঠিত কৰ্ত্তব্যের আবাহনে, নীলকর অার চা-কর-চক্রে কুলির কান্না শুনি’ ফেরে কামরূপে চম্পারণ্যে অশ্র-মুকুত চুনি, কায়রা-আকালে শাসনের কলে শেখালে যে মৰ্ম্মিত, নিজে ঝুকি নিয়া খাজনা রুখিয়া রায়তের চির মিতা ; রাজা-গিরি নয় কেবলি হুকুম কেবলি ডিক্রিজারি, হাল গোরু ক্রোক আকালেরও কালে করিতে মালগুজারি, এ ষে অনাচার এর ঠাই আর নাই নাই ভূভারতে, রাজায় প্রজায় একথা প্রথম বুঝাল যে বিধিমতে, সাতশত গায়ে বাজারে অমোঘ সত্যাগ্ৰহ-ভেরী, প্রস্তার নালিশ বোঝাতে রাজারে হ’ল নাকে যার দেরী, অভয়-ব্রতের ব্ৰতী যে, সকল শঙ্কা যে-জন হবে, বিশ্বপ্রেমের পঞ্চপ্রদীপে কুলির আরতি করে ; আদর্শ যার সুধন্ব। আর প্রলোদ মহীয়ান, পিতারও হুকুমে করে নাই যারা আত্মার অপমান, পূজনীয়া যার বৈষ্ণবী মীর চিতোরের বীণাপাণি,— রাজারও হুকুমে সত্যের পূজা ছাড়েনি যে রাজরাণী ; জপমালে যার সারা দুনিয়ার সত্য-প্রেমীর মেল, গ্রীসের শহীদ সক্রেটস্ আর ইহুদীর দানিয়েল, যার আলাপনে বন্দী মনের বন্ধন হয় ক্ষয়, । তার আগমনী গাও কবি আজ, গাও গান্ধির জয়। © 楊 舉 এসিয়ার হক্, হারুণের স্মৃতি, ইসলামূ-সম্মান,— মৰ্ম্ম-বীণার তিন তারে যার পীড়িয়া কাদাল প্রাণ, দরাজ বুকেতে সারা এসিয়ার ব্যথার স্পন্দ বহি, সব হিন্দুর হয়ে যে, খোলসা খেলাফতে দিল সহি. ఫిసెు
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।