ु-गुप्लेन र দূরবীন ক’লে বিজয়া বােৰে,"র্ঘ্যের বুকে পিঠে আছে মসী-লেখা " আলোর তাহে কি হয় কৃমি এক ছিটে? সেই মসী নিয়ে হাস্তে তপন বিশ্ব ভরিছে নিতি, রশ্মির ঋণ বাড়ায়ে শশীর, ফুলে ফুলে দিয়ে প্রীতি । কুটিরে কুটিরে মহাজীবনের জেলেছে যে হোম্শিখ, দিনমজুরের জনে জনে সঁপি মৰ্য্যাদা-গুচি টকা, পৌছে দেছে যে পৌরুষ নল চাষীদের ঘরে ঘরে, যার বরে ফিরে শিল্পীর গেহ কাজের পুলকে ভরে, যার আহবানে সাড়া দিয়েছে রে তিরিশ কোটির মন, দেশের খতেনে যশের অঙ্ক লেখে সাধারণ জন, আত্মবিলোপী কৰ্ম্মী-সঙ্ঘ যার বাণী শিরে ধরি’ নীরবে করিছে ব্রতের পালন দুঃসহ দুখ বরি’ ; ছাত্রের ত্যাগে স্বার্থের ত্যাগে পুলকিয়া বহে হাওয়া, রাজ-ভূত্যের বৃত্তির ত্যাগে রাজপথ হ'ল ছাওয়া, ঘারে মাঝে পেয়ে কাজিয়া থামায়ে হিন্দু ও মোসলেম, ‘আত্মদমন স্বরাজ সমঝি ভুঞ্জে পরম প্রেম, মহম্মদের ধৰ্ম্ম্য-শৌর্য্য যাহার জীবন-মাঝে বুদ্ধদেবের মৈত্রীতে মিলি ফুরিছে নবীন সাজে ; সারাটা জীবন খৃষ্টদেবের ক্রুশ যে বহিছে কাধে, ' বিক্ষত-পদে কণ্টক-পথে 'সত্য’-ব্রত যে সাধে ; যার কল্যাণে কুড়েমি পালায় প্ৰণমিয়া চরকারে, ভরে ভারতের পল্লী-নগরী কবীরের ‘কালচারে ; যাহার পরশে খুলে গেছে যত নিদ্বমহলের খিল, পুরা হয়ে গেছে যার আগমনে তিরিশ কোটির দিল, তার আগমনী গা রে ও খেয়ালী! গৌড়বঙ্গময় গাও মহাত্মা পুরুষোত্তম গান্ধির গাহ জয় । సెB
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।