কাৰ্য-সঙ্কল্পন তোমায় দেখে প্রাণ উথলে, হাসি-উজ্জল চোখের জলে অফুটু বোলে দেশ বলে—‘জয় । জ্বৰ ? তোমায় স্বত্ৰহ্মণ্য বাণী তারার ফুলের মাল্যথানি কণ্ঠে কবি স্থান আনি ] জয় ! জয় । முயறுவகை আখেরী বকেয়া হিসাব চুকিয়ে দেরে বছর-শেষের শেষ দিনেতে, মজ্জাগত গোলাম-সমঝ শেষ ক'রে দে, শেষ ক'রে দে। কেউ কারো দাস নয় জুনিয়ায়, এই কথা আজ বলব জোরে ; মিথ্যা দলিল তাদের, যার জীবকে স্তাথে তুচ্ছ করে। দলিল তাদের বাতিল, যারা মানুষকে চার করতে থাটাে, হাম্বড়াইএর সংহিতা কোড, বেবাক কাটে, বেবাক কাটো। সবাই সমান এই জগতে—কেউ ছোটো নয় কারোই চেয়ে, কার কাছে তুই নোয়াস মাথা, ত্রস্ত চোখে কম্পদেহে ? সবাই সমান আঁতুড় ঘরে, বলের দেমাক মিছাই করা, সবাই সমান শ্মশান-ধূলে, বড়াই-ধুরা মিছাই ধরা। মিথ্যা গরব গোত্র-কুলের, মিথ্য গরব রঙ বা ঢঙের, ভেদের তিলক-তৰুমাতে লোক সংখ্যা বাড়াম্ব কেবল সঙের । মরদ বলেই গরব যাদের, চায় নারীদের দলতে পায়ে, তৈমুরও যার স্তষ্ঠে মানুষ মরদ সে কি ? আয় সুধায়ে। )సి 9
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।