এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মাঙ্গলিক এ গৃহে শান্তি করুক বিরাজ মন্ত্র-বচন-বলে, পরম ঐক্যে থাকুক সকলে, ঘৃণা যাক্ দূরে চলে ; পুত্রে পিতায়, মাতা দুহিতায় বিরোধ হউক দুর, পত্নী পতির মধুর মিলন হোক মারো সুমধুর ; ভায়ে ভায়ে যদি দ্বন্দ্ব থাকে তা’ হোক্ আজি অবসান, ভগিনী যেন গো ভগিনীর প্রাণে বেদনা না করে দান ; জনে জনে যেন কৰ্ম্মে বচনে তোষে সকলের প্রাণ, নানা যন্ত্রের আওয়াজ মিলিয়া উঠুক একটি গান। अशंदर्द-cराप्त শিশু-কন্দপের শাস্তি প্রেমের ক্ষুদ্র দেবতাটি হায় দেখিলেন একদিন, রাঙা গোলাপের বুকেতে একটি ভ্রমর রয়েছে লীন ! জন্তুটি কি যে ভাবিয়া না পান, অঙ্গুলি তা’র পাখায় চাপান সে অমনি ফিরে অঙ্গুলি চিরে রাখিল হলের চিন্! অমনি আঙুল উঠিল জলিয়, নয়নের জল পড়িল গলিয়া, কাদিয়া কঁাপিয়া চলিল চুটিয়া শঙ্কায় বিমলিন ; ૨૦૧ फ्’ `५