পথের পথিক পথের পথিক ! তুমি জানিলে না কি আকুল চোখে আমি চাই ; তোমারেই বুঝি খুঁজেছি স্বপনে, এতদিন তাহা বুঝি নাই ! কবে এক সাথে কাটায়েছি কোথা নিশ্চয় মোরা দুটিতে, মুখ দেখে আজ মনে পড়ে গেল পথের মাঝারে ছুটিতে ! সাথে খেয়ে শুয়ে মানুষ যেন গো, পুরানো যেন এ পরিচয়, ও তস্থ কেবল তোমারি নহেক এ তন্তু শুধুই আমারি নয় ! চোখের মুখের সব অঙ্গের মাধুরী আবার আমারে দিয়ে, আমার বাহুর বুকের পরশ চকিতের মত যাও গো নিয়ে। কথা ত কহিতে পারিব না আমি মূরতি তোমার ভাবিব এক, পথ’পরে আঁখি রাখিব আমার ফিরে যত দিন না পাই দেখা । আশায় রহিব আবার মিলিব তাতে সন্দেহ আমার নাই, দৃষ্টি রাখিব নিশিদিন যেন আর তোমা ধনে না হারাই। इं★कांन् বালিকার অনুরাগ (তার) রূপ দেখে হায় ঘরের কোণে মন কি রাখা যায় ? ( সে যে ) পথের ধারে দাড়িয়েছিল আমার প্রতীক্ষায় ! ( সে ষে ) মিথ্যা এসে ফিরে গেল তাই ভাবি গো হায় । পথের আনাগোনার মাঝে কতই মানুষ যায়, ( আমি ) কখখনো ত চক্ষে অমন রূপ দেখিনি, হায় ; (তারে ; দেখতে পেয়েও আজ কেন হায় যাইনি জানালায়। १●* } 0
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।