পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাগরে প্রেম আমরা এখন প্রেমের দেশে, তবে, বল, এখন কোথায় যাব আর ? থাকূবে হেথা ?—যেতে কোথাও হবে ? পাল তুলে দিই?—ধরি তবে দাড় ? নানান্‌ দিকে বহে নানান বায়, ফাগুন চিরদিনই ফাগুন হায়, প্রেমের পাশে বন্দী মোরা তাঁয়, এখন বল, কোথায় যাব আর ? চুমার চাপে যে ফুখ গেছে মরি,অস্ত মুখের শেষ নিশাসে ভরি,— প্রসাদ পবন মোদের হবে সে ; ফুলে বোঝাই হ’বে নৌকাখান, পন্থা মোদের জানেন ভগবান, আর জানে সেই কুমুম-ধন্থ যে ! প্রেমের পাশে বন্দী মোর, হায়, এখন বল, যা’ব আর কোথায় ? মাঝি মোদের প্রণয়-গাথা যত, ধ্বজে দুটি কপোত প্রণয়-ব্রত, সোনার পাট, সোনার হবে ছই, রশীরশি রসিক জনের হাসি, নয়ন কোণে রবে রসদ রাশি, রসদ রবে অধর প্রাস্তে সই ! প্রেমের পাশে বন্দী মোর, হায় ! এখন বল, যাব আর কোথায় ? RBC