পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांबjगईंद्रन সিন্ধুর কুলে গর্জন গান শুনি, করতলে ল’য়ে সোনার বালুকা গণি, কত সে অল্প—তবু সব গেল ঝরি', নীল পারাবার নিল গো তাদের হরি' । এখন একেলা হৃদয়ে তাদের স্মরি' কেঁদে মরি আমি,—আমি শুধু কেঁদে মরি। হায়, বিধি, মোর কিছু কি শকতি নাই ?— দৃঢ় মুষ্টিতে ধরিতে যে ধন পাই ? এ জীবনে কভু বাচাতে কি পারিব না ?— সিন্ধুর গ্রাস হইতে একটি কণা ? যা করি, যা দেখি, সকলি কি তবে খেলা ! স্বপ্ন-সাগরে স্বপন-ঢেউয়ের মেলা ! এডগার অ্যালেন পে৷ দিবা-স্বপ্ন সরু গলির মোড়ে, যখন, দিনের আলোক করে, ময়না দাড়ে গাছে, এমন গাইছে বছর ধ'রে ; স্বসান্‌ যেতে পথে, হঠাৎ শুনতে পেলে গান, শব সাড়া নাইক ভোরে শুধুই পাখীর তান। মন ডুবিল গানে, একি, কি হ’ল ওর আজ,— দেখছে যেন, জাগে পাহাড় গাছের পরে গাছ ; উজল হিমের ঢেউ চলেছে গলিটির মাঝ দিয়ে, ঘেসাধেসি বস্তি মাঝে চললে নদী থেয়ে!