युङ्कब्रानी मांड) সবুজ গৈাঠের ছবি, তাহার পাহাড় দু'টি ধারে, সে পথ দিয়ে গেছে কত কলসী নিয়ে ভরে ; একটি ছোট ঘর, সে যেন বাবুই পাখীর বোন, তার চোখে সে ঘরের সেরা, নাইক তার তুলনা ; স্বর্গের সুখ পরাণে তা'র ; মিলিয়ে আসে ধীরে,— ঘোর কুয়াস, ছায়া, নদী, পাহাড় যত তীরে ; বইবে না রে নদী, পাহাড় তুলবে না আর শির ; স্বপন টুটে, নয়ন ফুটে, মুছে নয়ন-নীর । ওয়ার্ড সোয়ার্থ মৃত্যুরূপ মাত৷ নিঃশেষে নিবেছে তারাদল, মেঘ এসে আবরিছে মেঘ, স্পন্দিত, ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ্য-বায়ু-বেগ । লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দী-শালা হতে, মহাবৃক্ষ সমূলে উপাড়ি ফুৎকারে উড়ায়ে চলে পথে ! সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরি-চুড়া জিনি' নভস্তল পরশিতে চায় ! ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তা'র,—মৃত্যুর কালিমা মাথা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর —দুঃখরাশি জগতে ছড়ায়,— নাচে তা'র উন্মাদ তাওবে ; মৃত্যুরূপ মা আমার আয় ! করালী ! করলে তোর নাম, মৃত্যু তোর নিশ্বাসে প্রশ্বাসে ; তেীর ভীম চরণ-নিক্ষেপ প্রতি পদে ব্ৰহ্মাও বিনাশে ! কালী তুই প্রলয়রূপিণী, আয় মাগো, আয় মোর পাশে। २२b
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।