পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন কোথায় চম্পাপুর। কোথা আমি, হায়, তুমি বা কোথায়,— শতেক যোজন দূর । মাঝে ব্যবধান গিরি, নদী, গ্রাম, পথে বাধা শত শত, স্বপ্ত মুখানি দুয়ে এম্ন তবু,— চকিতে হাওয়ার মত । &সেন-এসান পতিতার প্রতি চঞ্চল হয়ে উঠিসনে তুই, ওরে, কেন সঙ্কোচ ? কবি আমি একজন, স্বৰ্য্য যদি না বর্জন করে তোরে,— ‘ আমিও তোমায় করিব না বর্জন । নদী যতদিন উছলিবে তোরে হেরে,— বন-পল্লব উঠিবে মৰ্ম্মরিয়া,— ততদিন মোর বাণীও ধ্বনিবে যে রে তোর লাগি,—মোর উছলি উঠিবে ছিয়া । দেখা হবে ফের, কথা দিয়ে গেল্প নারী, যতন করিস যোগ্য আমার হতে, ধৈর্য্য ধরিস~শক্ত সে নয় ভারি, আসিব আবার ফিরে আমি এই পথে। ২৩e