পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাব্য-সঞ্চয়ন উনার পুলক দিনের প্রকাশ হেরে 6" দিনের পুলক বিকশি’ মধ্য দিনে, গানের পুলক ফেটে গিয়ে নিশ্বাসে বেক্ষর করিয়া বীৰ্ণে ;– কে জানে ? কে বুঝে মরণ রহস্তেরে ? কে জানে চাঁদের ক্ষয়, উপচয়, ঋণে ? মামুষের মাঝে নাই কারো হিসাবে সে ; মৃত্যু জানাবে তিনে । প্রবল ঢেউয়ের কিনারার প্রতি টান, কিনারার টান ভগ্ন ঢেউয়ের দিকে ! আকাশ-বিদারী জালাময় ভালবাসা,— জাগে যে বজ্রশিখে,— যাবে না সে বোঝা, যতদিন আছে প্রাণ ; ধ্রুবতারা করি’ মরণের দ্ব’ অঁাখিকে যে অবধি জরি” না যায় প্রাণের বাসা,— চেয়ে চেয়ে অনিমিথে ; একটি নিমেষে সমস্ত সমাধান যতদিন নাহি হয় গো, দিগ্বিদিকে উষার মতন হাসিতে ফুটায়ে আশা অথবা দ্বিগুণ মান করি গোধূলিকে। श्रेब्रुवांन ସ୍ୱା୭୪