পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খুকীর বালিশ আমার ছোট বালিশটি রে ! কি মিষ্টি ভাই তুই, তোর উপরে মাথা রেখে রোজ আমি ঘুমুই । আমার জন্তে তৈরি তুমি, কেমন তোমার গ তুলোয় ভরা তুলতুলে, আর কিছু ভারি না । আকাশ যখন ডাকছে, বালিশ ৷ ভাঙছে ঝড়ে দেশ, তোমার ভিতর মুখ লুকিয়ে ঘুমুই আমি বেশ । অনেক—অনেক ছেলে আছে, গরীব ছেলে হায়, মা নেই তাদের, ঘর বাড়ী নেই, রাস্তাতে ঘুম যায় ; বালিশ তাদের নাই ঘুমোবার, আহা কি কষ্ট ! শুধু শুয়ে ঘুম কি আসে ? শরীর আড়ষ্ট – শীতের দিনে নেইকো কাপড়, প্রায় উলঙ্গ রয় । দেখ মা ! আমার এদের কথা ভাবলে দুঃখ হয় । ভগবানকে রোজ বলি মা “এদের পানে চাও, যাদের বালিশ নেইকো ঠাকুর । বালিশ তাদের দাও।” তার পরেতেই অঁাকড়ে ধরি নিজের বালিশটি, তোর বিছানো বিছানা মোর—ভারি সে মিষ্টি । ঠিক তখন কি করি জানো ?“জানতে কি হয় সাধ ? তখন আমি তোমায় মাগো করি আশীৰ্ব্বাদ । সকাল সকাল উঠব না কাল ভোরের আরতিতে, নীল মশারির ভিতর পড়ে থাকুব সকালটিতে,— নীল মশারির ভিতর থেকে সকাল বেলার আলো গুয়ে শুয়ে লেপের ভিতর দেখতে সে বেশ ভালো । এখনো ঘুম আসছে না আজ, এই নে মা তোর চুমো, তোর যদি ঘুম এসে থাকে তাহলে তুই ঘুমে। ૨૭u