পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হে ভগবান! হে ভগবান ! হে ঠাকুর | হে কুরি । ছেলেমানুষ আমি তোমায় এই নিবেদন করি, শিশুর কথা শোনো তুমি সকল লোকে কয়, শোনো আমার প্রার্থন গো ঠাকুর দয়াময়,— শুনি অনেক মা-বাপ-হারা অনাথ আছে, হায়, অনাথ কারেও আর ক’র না এই নিৰ্বদন পায়। সন্ধ্যাবেলা মৰ্ত্তলোকে এস গো একদিন,— কাদছে যারা মা-বাপ-হারা অনাথ সহায়হীন • তাদের তুমি মিষ্টি কথা একটি যেয়ে বলে কেউ ডেকে শুধায় না যাদের, সবাই যাদের ভোলে ; মা যাদের হায়, ছেড়ে গেছে, মাথার তলে তার দিয়ে ছোট একটি বালিশ রাত্রে ঘুমোবার। মাসেলিন ভালমোর ছেলেমানুষ সত্যি বলছি আমার কিন্তু কঁদিতে ইচ্ছে হয়, দিদির আদর সবাই করে, আমি কি কেউ নয় ? আগে এসে দখল করে বসেছে মার কোল, আমাদের ভাগ দিতে হলেই অম্নি গণ্ডগোল । "দিদি ভারি দেখতে ভালো” বলে সকল লোক, আমায় বলে "ছেলেমানুষ”—নেইকো কারো চোখ আমাদের এই রাস্তা দিয়ে ফুল নিয়ে লোক যায়, আমাকে ফুল দেয় তৰু ওই দিদির দিকেই চায়। ર૭