পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাব্য-সঞ্চরস গহন সে বন ; যেখানটিতে দিনে দুই পহরে লতা পাতার নিবিড় ছাতা স্বৰ্য্য আড়াল করে,— লটপটিয়ে সেথায় বাঘা পড়ল নিয়ে মাটি ; জিব, দিয়ে সাফ করলে বারেক সামনেরি থাবাটি ; তার পরে হায়, তন্দ্রাভরে মিটির মিটির চোখ,— সোনালি দুই চোখের তারায় লাগল ঘুমের ঝোক । চেষ্টা-হারা চেতন হারা ; কেবল তন্দ্রাভরে— থেকে থেকে নড়ছে পাবা, লাঙল কভু সরে। স্বপন দেখে বনের পশু ;—মনের খেলা চলে,— কালো বরণ মেহগিনির গহন ছায়া-তলে ; স্বপ্নে দেখে-নধর বলদ সবুজ মাঠে চরে,— ঝাপিয়ে গিয়ে পড়ল বাঘা সেই বলদের পরে ; হক্‌চকিয়ে হাস্ব রবে বলদ শুধু ডাকে, থাবার চড়ে রক্ত—বাঘার নখের ঘণকে ফঁাকে । লেক্টৎ দে লিল চাদনী রাতের চাষ মেীন-মদির চাদ গগন-কোণে আপন মনে স্বপন বোনে । জল-চকীর চাকা ঘুরায়ে ঘুরে, কল্লোলি চলে জন কোন স্থদুরে ; চাদের আশী নদী বনে চলিতে টাদেরি হাসিতে রহে বালমলিতে ! ஆ9;