এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শাখারির ডাক কর্ণে পশিল তারি,— উৎসুক তার আঁখি ইতি উতি ছুটে । (8) “শাখা চাই ! ভাল শাখা নেবে । ওগো মেয়ে । তোমার হাতে মা খাসা মানাবে এ শাখা ; ভারি কারিকুরি, দেখ তুমি, দেখ চেয়ে, এ শাখা যে পরে হয় না সে দুর্ভাগ । বিধবা না হয় এ শাখা যে নারী পরে স্বামীর সোহাগ অটুট তাহার থাকে ; অক্ষয় হয়ে থাকে মা এ শাখা করে, সতীশঙ্খ এ—নানান্ গুণ এ রাখে ; হাতে দিয়ে দেখ,—দেখি মা তোমার হাত”— কৌতুক-ভরে হস্ত বাড়াল নারী, “ঠিকটি হয়েছে,—মিলে গেছে সাথে সাথ ! যেমন হাত, মা, শাখাও যোগ্য তারি।” ( t ) সোনালি রৌদ্রে,—দেখিতে শাখার শোভা,— হাত খানি তুলে ধরিল সহসা নারী ; নিরখি দেখিতে সেই শোভা মনোলোভা শাখারির বুক কঁাপিয়া উঠিল ভারি । মুন্দরী বটে ...তবু সে রূপের পানে চাহিতে আপনি আঁখি নত হয়ে আসে ; সে রূপ নয়নে চরণেরি পানে টানে — প্রাণ ভরে আধ-বিস্ময়ে আধ-ত্রাসে । 있\3