পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कांब-नक्षेत्रून গ্রীবার হেলনে সামালি চুলের রাশি, “শাখার মূল্য ?” পুছে শাখারিরে নারী ; দাম শুনি শেষে, খুলী হয়ে কহে হাসি’ *পাবে বাছ দাম,—যাও আমাদের বাড়ী ।” ( و ) “বাড়ী ? কোন পাড়া ? দাম নেব বাড়ী যেয়ে ? না, না,—সন্দেহ তোমারে আমি না করি ; মা লক্ষ্মী তুমি ঘরাণা ঘরের মেয়ে,— দেখে মনে হয় রাণী রাজ্যেশ্বরী !” “না বাছ, পড়েছি আমি গরীবের হাতে, রাজরাণী নই আমি ভিখারীর নারী ; বাপের ভিটায় রয়েছি বাপের বাড়ী । সোনার কলস-ওই যে—গাছের ফঁাকে,— দেখিতে পেয়েছ ?—ওই আমাদের ঘর ; বাহ ঘরে আছে, বল গিয়ে তুমি তাকে, কড়ি পাবে, দেরী হবে না, নাহিক ডর।” ( . )

  • ওযে দেউল গে৷ ” “দেউলেই মোরা থাকি, ওই দেউলের পূজারী আমার পিতা ; তিনি কানে খাটো, জোরে তারে ডেকে হাকি জোরে না ডাকিলে, তারে বাপু ডাকা বুখা । দেখা চলে পরে, ব’ল,-“ধামসেরা ঘাটে কন্যা তোমার কিনিয়া পরেছে শাখা, দাম সে দ্যায়নি, কড়ি তো ছিল না গাটে, তাই সে পাঠালে চাহিতে শাখার টাকা ।”

азё