পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন শান্ত সে জাখি তেজে ধবে উদ্ভাসে তার আগে আঁখি তুলিতে সাধ্য কার? রাজা মহারাজা সে দিঠিরে ভয় বাসে । পথের ভিখারী শাখারি সে কোন ছার ? ( . ) শাখারি চলেছে বাকী পথখানি ধরে আম কাঠালের ছায়ায় ছায়ায় একা ; সোনার কলস বালসে দেউল পরে, পূজারীর ঘর পাশে তার যায় দেখা। খাসা ঘরখানি ! দুয়ার রয়েছে খোলা ; ডাহিনে গোহাল, বায়ে পোয়ালের গাদা । আঙিনার কোণে একটি ধানের গোলা, রাঙা জবা গাছ, করণী—রাঙা ও শাদা । টুং টাং বাজে ঘণ্ট গরুর গলে, মরায়েন পাশে চড়ুই শালিক নাচে ; অতিথি পথিকে মিলি সবে যেন বলে মুখ এইখানে,—শাস্তি সে হেথা আছে।” ( לכ ) “শাখা চাই,—শাখা।” স্থাকিল শঙ্খ-বেণে, স্বর শুনি দ্বারে পূজারী এলেন ছুটে ; ডাকিলেন দ্বিজ তারে অভুক্ত জেনে,— শাখারির মুখে আহলাদে হাসি ফুটে ! ডাকেন বিপ্র “শাখারি দাড়ারে রে দাড়া, অতিথি আজিকে হতে হবে মোর ঘরে ; মায়ের প্রসাদ—নেমেছে ভোগের হাড়া, আয় বাপু, আয়, কোথা যাবি দুপহরে ? ২৪৬