পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন T হাকিল শাখারি, পূজারী ডাকিল কত, নাই সাড়া নাই, বুকে নাই স্পন্দনই। স্বল জল মুক—মুগুধ—মূৰ্ছাগত ঘুমায়ে বুঝিবা পড়েছে প্রতিধ্বনি । ( ১৮ ) দিন ছপহরে নিশীথের নীরবতা নীরব ভুবনে আলো ঝলমল করে ; আশাহত হিয়া—আকুল প্রাণের কথা করে নিবেদন দেবল মৃদুল স্বরে,— “জননী ৷ জননী । দেখা দে মা একবার, নম্র হৃদয়ে রয়েছি মা পথ চেয়ে ; শূন্ত ফিরিব? দয়া কি হবে না আর ? দয়া কি হবে না ? ওগো পাষাণের মেয়ে ! অযাচিত দেখা দিছিস্ যেমন আজি আরেকটিবার দেখা দে তেমনি করে ; স্বপন, চোখের ভ্রম, কি ভোজের বাজী— iা যদি হয় গো, দেখা দে মুরতি ধরে । ( ১৯ )

  • দৈব বাণীতে বিদ্যুৎরূপে কিবা

জানায়ে যাও মা আপন আবির্ভাব ; সমীরণ সম সমীরিয়া যাও শিব পরাণে বিথারি অনুপম পরভাব।” সহসা শঙ্খ-বলয়িত কণর পাণি জাগিয়া উঠিল পদ্ম-দীঘির বুকে । তার পরে ধীরে নধর সে হাতখানি হ’ল তিরোহিত ;–চক্ষেরি সম্মুখে ; 邨 ૨ઉ ૭