এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাৰ্য-সঞ্চাল দাও হেন বর হালে ভাবে যার প্রাণে সাস্বনা আসে,— কাব্য-ভুবনে জোছনার মত রহিবে যে পাশে পাশে ; স্নেহ হবোঁধার মধুর উদার
- নিদাঘের শুাম ছায়া ।” চন্দ্রমল্লি ওহারুর প্রাণে,
চেরী-চারু তার কায়া। “দাও হেন পতি যাহার মূরতি হৃদে অহরহ রয়, জনমের আগে সার্থী যে ছিল গো মরণে যে পর নয় ; জন্ম-তোরণে জন-অরণ্যে হারায়ে ফেলেছি যায় ।” ওহারুর বুকে চন্দ্রমল্লি চেরীফুল মূরছায়। “দাও সে যুবকে আছে যার বুকে অঙ্কিত মোর নাম, যদিও বলিতে পারিনে এখন কবে তাহ লিখিলাম । কোন সে জনমে কোন সে ভুবনে কোন বিশ্বত যুগে " চেরীফুল সনে চন্দ্রমল্লি জাগে ওহারুর বুকে । Rob