এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাব্য সঞ্চয়ন o পেযেছে সব চাদের যেন ধারা ! আন গগনের চাদ, যেন হেথায় পাতে ফণদ ; আর নিশীথেৰ আলে— আজি হেথায় কিসে এল ? আবেক সাঝের গান, ফিরে জাগায় যেন তান , তাবাব বনে পরাণ হ'ল সারা ! এ যেন নয় গান, এ যেন নয় আলো, তবু দেগলায় কেন প্রাণ, তবু কেমন লাগে ভাল,— মন যে মগন তা’তে, ফাগুন-মধু-বাতে, মন চিনেছে আকাশ-ভব। তালা, -- পেষেছে আজ চাদেব যা'র ধাব ! বিচিত্র গুই আকাশ দেয নূতন কত আভাস, উযার আলো বাতাস— যেন, শেফালিকার সুবাস— যেন, তারাব বনে লেগেছে. চোখে আমার জেগেছে ,-- মুক্ত রে আজ মর্ত্যভুবন-কারী ! তারার বনে মন হয়েছে কাবা ।