পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘রহসি’ গোলাপ যে ভাষা বলিতে এখন গিয়েছে ভুলি', সে নিভৃত ভাষে নারী সে কহিল মুখানি তুলি,— “প্রিয় মোর । প্রিয়তম ।” সচেত গোলাপ সম ; পুরুষ বিভোল তাহারে কেবল কহিল “প্রিয়া ।” সে আওয়াজ আজো ফোটে নাই কোনো সাগর দিয়া । মখ মল-পায়ে জোছনা যেমন ভুবনে নামে,— তারি মত চুপে নারী সে কহিল হেলিয়া বামে,— “প্রিয় মোর । প্রিয়তম !” সাজ জোছনা সম ; পুরুষ বিভোল তাহারে কেবল কছিল “প্রিয় !” সে আওয়াজ আজো লুকায়ে রেখেছে গিরির হিয়া । সন্ধ্যা যে স্বরে তারাদলে ডাকে গোধূলি শেষে সেই মৃদ্ধ স্বরে নারী সে কহিল রভসাবেশে,— “প্রিয় মোর । প্রিয়তম ।” সন্ধ্যা-প্রতিম সম ; השי পুরুষ বিভোল তাহারে কেবল কহিল “প্রিয়া ।” সে আওয়াজে জাগে ফাঙ্কন,—মৃত ওঠে গো জিয়া । তুষার গলিয়া গোপনে যেমন সলিল সরে তারি মত স্বরে নারী সে কহিল নিরালা ঘরে,— “প্রিয় মোর । প্রিয়তম ।” পুরুষ বিভোল তাহারে কেবল কহিল “প্রিয়া ।” সে ভাষায় শুধু আকাশেরে ডাকে বনের.হিয়া । লৌগুচি &&to