পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যখন লোকে প্রদীপ জালে যখন লোকে প্রদীপ জালে এ সেই শুভক্ষণ শাস্তি প্রীতি সাত্বনাতে ভর), পাখীর পালক খসলে শোনা যাবে তাও এখন এমুনি ধারা স্তব্ধ বস্কন্ধরী। প্রিয়া যখন আসবে কাছে এসেই শুভক্ষণ মন্দ মৃদ্ধ বইছে সাঝের বায়, ' উঠছে ধোয়ার কুণ্ডলী ওই ধরেছে গো উনন এই ফঁাকে সে আসবে গো হেথায় । আসবে কাছে হয়তো তেমন বলবে না কিছুই আমি তবু থাকুব পেতে কান, থাকুব চেয়ে চোখের পরে চোখ দুটি মোর খুই" শুনতে আমি পাব তাহার প্রাণ প্রাণের স্পন্দ তমুর ছন্দ ভরবে আমার মন সেই আনন্দে খেলবে গে: বিদ্যুৎ, হঠাৎ তারে চমকে দেবে—দেবো গো চুম্বন উঠবে হেসে জোনাক পোকার যুথ । যখন লোকে প্রদীপ জালে এ সেই শুভক্ষণ মন সে যখন মনের কথা কয়, সারা দিনের রুদ্ধ আবেগ করতে নিবেদন এই ত সময় এই ত স্বসময় । যে-সব কথার নেইক মানে তাহাই বারম্বার পরস্পরে বলতে এখন হয়, হয় ত কি এক ফুল দেখেছি আজকে বনের ধার বর্ণিমা তার তারই পরিচয় । ૨૯:૪૭