পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আইন হায় যাহার চায় এঠাই তার যুকি, দোষীর দোষ ও আফশোষ সাফ, । হিয়ার মোর প্রিয়ার গোর শোরের মেঘ, হায়, গভীর শোক চাদের চোখ স্বর্যলোক ছায়। শোকীর গান এ নিৰ্ম্মাণ,—শোকের সৌরভ, ইহার কাজ প্রচার-রাজ-রাজের গৌরব। मबांझे मांखांशांत्र বঙ্কিমচন্দ্র প্রস্ফুরিত কণ্ঠে যার মূর্ব তব আত্মার আভাস,— হারালে কেমনে তারে? পুষ্পধ্বজ ওগো মধুমাস! তোমার প্রাণের নিধি,—কুহুধ্বনি মধুপ-গুঞ্জন, কুমুমিত ক্রমদল, স্নিগ্ধ হাওয়া জিনিয়া চন্দন, সুজলা তটিনী আর মুফলন্ত ক্ষেত্র ঘনতাম, আনন্দের অশ্রধারা, উচ্ছ্বসিত হান্ত অভিরাম, ভাষায় যে আঁকিয়াছে একে একে মূৰ্ত্তি এ সবার,— রচিয়াছে ভাবস্বর্গ মহীয়ান্‌ মধুর উদার,— নরের হৃদগত যত গ্রন্থে যে রেখেছে গেঁথে গেথে, নারীর মধুর দিঠি,—ইন্দ্রজাল-মায়াজাল পেতে মায়াবী সে মঞ্জবাক। গন্ধরাজ চম্পার সৌরভ ছত্রে ছত্রে ছড়ায়েছে ; ছত্রে ছত্রে হয় অনুভব রমণীয়া রমণীর কঙ্কণের সুরম্য ঝঙ্কার ; পত্রে পত্রে চিক্রিয়াছে বাঙালীর বিচিত্র সংসার ఇe: