ছোড়ান-কাঠি অথৰ্ব্ব-বেদ-চতুৰ্ব্বেদের সর্ব কনিষ্ঠ। তন্ত্ৰধারকদিগকে অথৰ্ব্ব বা বা ব্ৰহ্মা বলিত । এই অথৰ্ব্বাদের বেদই অথৰ্ব্ব-বেদ নামে পরিচিত । অরবিন্দ ঘোষ—ইনি “স্বদেশ আত্মার বাণীমুক্তি” নামে অভিহিত হইয়াছেন। ইংরাজী পদ্য রচনায় অসাধারণ শক্তির পরিচয় দিয়াছেন। আনাক্রেয়ন-বুদ্ধদেবের সমসাময়িক । ইনি আজীবন সুর ও নারীর বন্দনা গাহিয়াছেন। জন্মভূমি গ্রীস। 疊 ওয়ার্ডসোয়ার্থ—(খৃঃ ১৮৮০-১৮৫০ ) ঋষি কবি বলিয়। কথিত হইয়াছেন। জন্মভূমি ইংলণ্ড । কাটুস -( খৃঃ ১৭৯৫-১৮২১) “মুন্দরই সত্য এবং সত্যই সুন্দর'—ইহাই তাহার কাব্যের প্রধান কথা । গতিয়ে, তেয়োফিল—(খৃঃ ১৮১১-১৮৭২) ফরাসী সমালোচকেরা বলেন, তিনি . চিত্র লিখিতেন ; শব্দশিল্পে তাহার ক্ষমতা অসীম । জেবুন্নিসা—সম্রাট আরঙ্গজেবের বিদুষী ও রূপসী কন্যা। ইনি কবি ছিলেন। টেনিসন্—(খৃঃ ১৮০৯-১৮৯২) ইনি মহারাণী ভক্টোরিয়ার সভাকবি ছিলেন । তরু দত্ত— (খৃঃ ১৮৫৬-১৮৭৭ ) বিখ্যাত রামবাগানের দত্ত-বাড়ীর মেয়ে । } ইংরাজীতে ও ফরাসীতে কবিতা লিখিয়া যশস্বিনী হন। নোগুচি, য়োনে—জাপানি কবি। আমেরিকায় প্রথম শিক্ষা ও সাহিত্যের হাতে-খড়ি হয়। ইংরাজীতে কবিতা লিখিয়া প্রসিদ্ধ হইয়াছেন । Фta sjeti staTStoga at: Seen and Unseen I পে, এডগার অ্যালেনৃ-(খৃঃ ১৮২১-১৮৪৯ ) জন্ম আমেরিকার বষ্টন নগরে। ইহার রচনা ইন্দ্রজালের মত মোহকর। বদলেয়ার—(খৃঃ ১৮২১-১৮৬৭ ) ফরাসী কবি। ইনি ‘সুন্দরকে মন্দ দেখিতেন না, কিন্তু মন্দকে মুন্দর’ দেখিতেন। ইহাকে বীভৎস রসের কবি ৰল। যাইতে পারে। ধিবেকর্মেনী-( খৃঃ ১৮৬৩-১৯৭২ ) ইনি যুরোপ ও আমেরিকায় ভারতবর্ষের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেন। ইঙ্গি গম্ভ পস্ত অনেক
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।