পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ { } লেক্টং-দে-লিল—(১৮২০-১৮৯৪) কীৰ্ত্তিভবন যাত্রী নfক ফরাসী কবিদিগের অগ্রণী ; জন্মভূমি রি-ইউনিয়ন্‌ দ্বীপ। লো-তুং-চীনের স্বপ্রসিদ্ধ কবি। শীকিং-ইহার অর্থ কবিতা পুস্তক। চীনদেশের প্রাচীন কবিতা সমূহ প্রায় তিন হাজার বৎসর পূৰ্ব্বে একবার ੋ সংগৃহীত হয় ; ঐ সংগ্ৰহগ্রন্থের নাম শিকিৎ’ । শেনিয়ে, আঁদ্রে—(১৭৬২-১৭৯৪ ) সুবিখ্যাত ফরাসী কবি। শালৎ-কর্দের মুখ্যাতি করিয়া কবিতা লেখায় প্রাণদণ্ড হয়। • শেলি—(১৭৯২-১৮২২) ইহার রচনা বিদ্যুতের মত তীব্র ও উজ্জল। ইনি কবি সমাজের কবি নামে খ্যাত । সরোজিনী নাইডু—ইনি ইংরেজীতে চমৎকার কবিতা লিথিয় থাকেন। নাইডু ইহার স্বামীর উপাধি। ইনি হায়দ্রাবাদের প্রসিদ্ধ ডাক্তার অঘোরনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের কন্যা । সাজাহান (সম্রাট)-লাহোরে জন্ম হয়। ইহার প্রিয়তমা পত্নী মমতাজের মৃত্যুর পর ইনি দুই তিন বৎসর মৎস্ত মাংস খান নাই, গন্ধ মাল্যাদি ব্যবহার করেন নাই, সৰ্ব্বদাই বিমর্ষ থাকিতেন। তাজমহল, কিলাই-সঙ্গ-মুখ, জুম্মা মসজিদ ও বর্তমান দিল্লী ইহার কীৰ্ত্তি। ইনি কুড়ি বৎসর রাজত্ব করেন । সুইনবাণ—ইহঁাকে বায়রণের মানসপুত্র বলা যাইতে পারে। ভাষা ও ছন্দের উপর ইহঁর অসাধারণ দখল । হাফেজ-হিজিরার অষ্টম শতাব্দীতে পারস্তের সিরাজ নগরে জন্মগ্রহন করেন। ইহার রচনার সহিত আমাদের বৈষ্ণব কবিদের রচনার ভাবগত সাদৃপ্ত আছে। হুইটম্যান-আমেরিকার কবি। বাতাসের মত ইহার ছন্দ কাহারও বশে আসিতে চায় না। আমেরিকায় ইনি বিশ্বপ্রেমের অগ্রদূত। . হুগো, ভিক্তর—(১৮০২-১৮৮৫ ) ইহার কবিতা বিশ্ব-সাহিত্যের অলঙ্কার ; ইহঁর উপন্যাস ফরাসী দেশের মহাভারত। টেনিস ইহাকে ‘হাসি ও অশ্রীর সম্রাট নামে অভিহিত করিয়াছেন। ৎসেন-এসান্‌-চীনদেশের কবি। মহাকবি তু-ফু ইহার বন্ধু ছিলেন। ছন্দের অনেক নূতন নিয়ম ইনি আবিষ্কার করিয়া যান।