কাব্য-সঞ্চয়ন আমরা মানিনা শিখা, ত্রিপুও, উপবীত, তরবারী, জাদা খাতার, ধারিনাক ধার, মোরা শুধু মমতারি। মাংসপেশীর শাসন মানি না, মানিনা শুষ্ক নীতি. নূতন বারতা এসেছে জগতে মহামিলনের গীতি । নয়ন মোদের উজ্জল হয়ে উঠেছে সহসা তাই ! তৃণে, পল্লবে, নীল নভতলে আর মলিনতা নাই ! চঞ্চল হয়ে উঠেছে বিশ্ব বিপুল পুলক ভরে, বাছ প্রসারিয়া ছুটিছে মানব মানব-হিয়ার তরে ! ছিড়িয়া পড়িছে শুঙ্খল যত ভাঙ্গিয়া পড়িছে বাধা, বিঘ্ন যত সে মনে জেগেছিল নাহি নাহি তা’র আধা ! জীর্ণ বিকল লোহার শিকল ছিড়িছে—পড়িছে টুটি আজীবন যারা আছিল বন্দী তারাও লভিছে ছুটি । অন্ধের দেশে দৃষ্ট আসিছে, মুকের ফুটিছে বাণী, কবে থেমে খায় কলহের সাথে অস্ত্রের হানাহানি । অন্যায় সাথে বিস্তুতি নদে ভুবুক অত্যাচার, সামোর মহাসঙ্গীতে সুর যাক্ মিলি’ সবাকীর। এস তুমি এস কৰ্ম্মী পুরুষ এস কল্যাণী নারী, প্রভু আমাদের বিশ্বমানব মোরা জয় গাহি তা’fর । কা'র বন্ধন হয়নি মোচন—কারায় কঁদিছ বসি’— গাহ নিৰ্ভয়ে সাম্যের গান—শকল পড়ুক খসি । উচ্চে সবলে উচ্চার ওগো সাম্যের মহাসাম, কর করাঘাত কারাভবনের দুয়ারে অধিশ্রাম ; দুৰ্ব্বল বাহু বল পা'বে ফিরে,— গুগো হও একসাথ, কণ্ঠে মিলাও কণ্ঠ আবার, হাতে ধরি লও হাত ; ృతి
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।