পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কাব্য-সঞ্চয়ন

কুকুরগুলো
ওঁক্‌ছে ধূলো,—
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।
চুক্‌ছে গরু
দোকান ঘরে,
আমের গন্ধে
আমোদ করে
পাকী চলে,
পাল্কী চলে—
দুলকি চালে,
নৃত্য তালে !
ছয় বেহারা,----
জোয়ান তারা,—
গ্রাম ছাড়িয়ে
আগ, বাড়িয়ে
নামূল মাঠে
তামা টাটে ।
তপ্ত তামা, —
যায় না থামা, —
উঠছে আলে
নাম্‌ছে গাঢ়ায়,-
পাল্কী দোলে

ঢেউয়ের নাড়ায় !
ঢেউয়ের দোলে
অঙ্গ দোলে !

২০