পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যক্ষের নিবেদন রাত্রির উৎসব জাগালে দিবসেই, তাই তো তন্ত্রায় ভুবন ছায়, রাত্রির গুণ সৰ দিনেরে দিলে দান, তাই তো বিচ্ছেদ দ্বিগুণ, হায় ; ইন্দ্রের দক্ষিণ বাহু সে তুমি দেব ! পূজ্য । লণ্ড মোর পুজার ফুল, পুষ্কর বংশের চুড়া যে তুমি মেঘ ! বন্ধু ! দৈবের বুচাও ভুল ! নিষ্ঠুর বক্ষেশ, নাছিক কৃপালেশ, রাজ্যে আর তার বিচার নেই, আজ্ঞার লঙ্ঘন করিল একে, আর শাস্তি ভুঞ্জান দুজনকেই ! হায় মোর কান্তার না ছিল অপরাধ, মিথ্যা সয় সেই কতটু ক্লেশ, দুর্ভর বিচ্ছেদ অবলা বুকে বয়, পাংশু কুন্তল, মলিন বেশ । ৰন্ধুর মুখ চাও, সখাহে সেথা যাও, দুঃখ দুস্তর তরাও ভাই, কল্যাণ-সংবাদ কহিয়ে কানে তার, হায়, বিলম্বের সময় নাই ; বৃন্তের বন্ধন আশাতে বঁাচে মন, হায় গো, বল তার কতই আর ? বিচ্ছেদ-গ্রীষ্মের তাপেতে সে শুকায়, যাওহে দাও তায় সলিল-ধার। নিৰ্ম্মল হোক পথ,—শুভ ও নিরাপদ, দূর-মুদুৰ্গম নিকট হোক, হ্রদ, নদ, নিঝর, নগরী মনোহর, সৌধ স্বন্দর জুড়াক্ চোক্‌ ; চঞ্চল খঞ্জন-নয়ন নারীগণ বর্ষা-মঙ্গল করুক্ গান, বর্ষার সৌরভ, বলাক-কলরব, নিত্য উৎসব ভরুকৃ প্ৰাণ ! পুষ্পের তৃষ্ণার করহে অবসান, হোক বিনিঃশেষ যুর্থীর ক্লেশ, বর্ষায়, হায় মেঘ ! প্রবাসে নাই মুখ,—হায় গো নাই নাই মুখের লেশ; যাও ভাই একবার মুছাতে আঁখি তার, প্রাণ বাচাও মেঘ ! সদয় চও, “বিদ্যুৎ-বিচ্ছেদ জীবনে না ঘটুক্‌” বন্ধু ! বন্ধুর আশিষ লও। રજ