পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখন ও এখন ( রুচির ) তখন কেবল ভরিছে গগন নূতন মেখে, কদম-কোরক দুলিছে বাদল-বাতাস লেগে ; বনান্তরের আসিতেছে বাস মধুর মৃদ্ধ, ছড়ায় বাতাস বরিষা-নারীর মুখের সীধু— তখন কাহার আঁচলে গোপন যুর্থীর মালা " মধুর মধুর ছড়াইত বাস– কে সেই বালা ? বিপাশ হিয়ার বিনাইত ফাস অলক রাশে, স্বদুৰ সুদূর স্বতিখানি তার হিয়ায় ভাসে। এখন বিভায় মহামহিমায় আকাশ ভরা, শরৎ এখন করিছে শাসন বিপুল ধরা ; এখন তাহার চেনা হ'ৰে দায় নূতন বেশে, তরুণ কুমার কোলে আজি তার হাসায় হেসে ; লুকাও লুকাও লালসা-বিলাস লুকাও ত্বর, বাসর রাতির সার্থীটি— সে আর না দ্যায় ধরা ; এখন কমল মেলিতেছে দল সলিল মাঝে, বিলোল চপল বিজুলি এখন লুকায় লাজে। কিশোর প্রাণের কোথা সে ফেনিল প্রেমের পাতি, কোথায় গো সেই নব বয়সের নূতন সাথী ; বিলাস-লীলায় দেখে না সে আর বারেক চাহি, খেলার পুতুল কোথা পড়ে ?—আজ খবর নাহি! পুতুল পরাণ পেয়েছে গো তার সোহাগ পেয়ে, নূতন আলোক প্রকাশিছে তাই আনন ছেয়ে! নূতন দিনের মাঝে পুরাতন লুকায় হেলে, নূতন দ্বার দেউলে ফুটাও নিশির শেষে। מס\