পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাগল ঝোর তোমরা কি কেউ শুনবে নাগো পাগল ঝোরার দুঃখ গাথা ? ‘পাগল ৰ’লে কৰ্ব্বে হেলা ? কৰ্ব্বে হেলা মৰ্ম্মব্যথা ? জন্ম আমার হিম-উরসে, কুলে আমার তুল্য নাই, সিন্ধু নদের সোদর আমি গঙ্গাদিদির পাগল ভাই । বরফ-মরুর একৃলা জীবন ভাল আমার লাগত নারে, Q লুকিয়ে উকি তাইতে দিতাম নীচের দিকে অন্ধকারে ; স্নড় মুড়িয়ে গুড় গুড়িয়ে বেরিয়ে এসে কৌতুহলে গড় গড়িয়ে গড়িয়ে গেলাম,–ছড়িয়ে প’লাম শুষ্ঠতলে । পিছল পথে নাইক বাধা, পিছনে টান নাইক মোটে, পাগল ঝোরার পাগল নাটে নিত্য নুতন সঙ্গী জোটে ! লাফিয়ে প’ড়ে ধাপে ধাপে, ঝাপিয়ে পড়ে উচ্চ হ'তে চড় চড়িয়ে পাহাড় ফেড়ে নৃত্য ক’রে মত্ত স্রোতে,— তরল ধারায় উড়িয়ে ধুলি, জুড়িয়ে দিয়ে হাওয়ার জালা, জটার পরে জড়িয়ে নিয়ে বিনি স্থতার রাস্নামালা ; একৃশো যুগের বনস্পতি,—বাকল-ঝাঝি সকল গায়,— মড়মড়িয়ে উপড়ে ফেলে স্রোতের তালে নাচিয়ে তায়,— গুহার তলে গুম্রে কেঁদে, আলোয় হঠাৎ হেসে উঠে, ঐরাবতের বৈরী হয়ে, কৃষ্ণমৃগের সঙ্গে ছুটে, স্তন্ধ বিজন যোজন জুড়ে ঝঙ্কা ঝড়ের শব্দ ক’রে, অসাড় প্রাচীন জড় পাহাড়ের কালে মোহন মন্ত্র প’ড়ে,— পরাণ ভরে নৃত্য ক’রে মত্ত ছিলাম স্বাধীন মুখে, ছন্দ ছাড়া আজ কে আমি যাচ্চি ম’রে মনের দুখে ; যাচ্চি ম’রে মনের দুখে পূর্ব মুখে স্মরণ করে ; ঝারির মুখে ঝরার মতন শীর্ণ ধারায় পড়ছি ঝরে । HI