কাৰ্য-সঞ্চয়ন চক্ৰী মানুষ চক্ৰ ধ’রে ছিন্ন করে আমার দেহ ছড়িয়ে দিলে দিগ্বিদিকে, নাইক দয়া, নাইক স্নেহ । আমি ছিলাম আমার মতন,–পাহাড়-কোলে নিৰ্ব্বিবাদে, মানুষ ছিল কোন স্বদুরে—সাধিনি বাদ তাদের সাধে ; তবুও শিকল পরিয়ে দিলে রাখলে আমায় বন্দীবেশে, ক্ষুদ্র মানুষ স্বল্প আয়ু, আমায় কিনা বাধলে শেষে । কেশ্বলে সে ফাদ ফেদেছে, পারিনে তায় ছিড়তে বলে, শীর্ণ হয়ে যাচ্ছি, ক্রমে, পড়ছি গ'লে অশ্রুজলে। আগে আমার চিন্ত যারা বলছে শোনো—যার না চেনা ! ৰাজৰে কৰে প্রেলয়-বিষাণ ?—মুখে আমার উঠছে ফেনা ! বিকল পায়ের শিকলগুলো কতদিন সে থাকবে আরো ? রুদ্রতালে নাচব কবে ? তোমরা কেহ বলতে পার ? শূদ্র শূদ্র মহান গুরু গরীয়ান্ শূদ্র অতুল এ তিন লোকে, শূদ্র রেখেছে সংসার, ও গো ! শূদ্রে দেখনা বক্র চোখে । আদি দেবতার চরণের ধুলি শূদ্ৰ—একথা শাস্ত্রে কহে, আদি দেবতার পদরেণু-কণা সকল দেবতা মাথায় বহে । WO8
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৫৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।