এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ৰিধাতার পাদ-পদ্মের রেণু না করিবে শিরোধার্যা কেবা ? কে সে দপিত্ত—কে সে নাস্তিক শূদ্রে বলে রে করিতে সেবা ? গঙ্গার ধারা যে পদে উপজে তাহে উপজিল শূদ্র জাতি, পাবনী গঙ্গা,—শূদ্র পাবন পরশ তাহার পুণ্য-সার্থী । শূদ্র শোধন করিছে ভুবন o তাই তার ঠাই প্রপদমূলে, আপনারে মানী মানিয়া সে কভু শিয়রে হরির বসে না ভুলে । শুদ্ধ-সত্ত্ব পাবকের মত জগতের গ্লানি শূদ্র দহে ; মহামানবের গতি সে মূৰ্ত্ত, শূদ্র কখনো ক্ষুদ্র নহে। মেথর কে বলে তোমারে, বন্ধু, অস্পৃশু অশুচি ? শুচিত ফিরিছে সদা তোমারি পিছনে ; তুমি আছ, গৃহবাসে তাই আছে রুচি, নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে । \O&