*խԱ-ղփյթ দেখুক, এবং স্মরণ করুক সব্যসাচীর রণ,— স্মরণ করুক বিধবাদের দুঃখ-মোচন পণ ; স্মরণ করুক পাণ্ডারূপী গুণ্ডাদিগের হার, “বাপ মা বিনা দেবতা সাগর মানেই নাকে আর ” অদ্বিতীয় বিদ্যাসাগর। মৃত্যু-বিজয় নাম, ঐ নামে হায় লোভ করেছে অনেক ব্যর্থকাম ; নামের সঙ্গে যুক্ত আছে জীবন-ব্যাপী কাজ, কাজ দেবে না ? নামটি নেবে ?—একি বিষম লাজ ! বাংলা দেশের দেশী মানুষ ! বিদ্যাসাগর ! বীর ! বীরসিংহের সিংহশিশু ! বীৰ্য্যে মুগম্ভীর ! সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে য়, চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় । ஆறும்_ராக ছেলের দল হল্প! ক’রে ছুটির পরে ওই ষে যারা যাচ্ছে পথে,— হাল্কা হাসি হাস্ছে কেবল,—ভাসছে যেন আলগা স্রোতে,— কেউ বা শিষ্ট কেউ বা চপল, কেউ বা উগ্র, কেউ বা মিঠে; ওই আমাদের ছেলেরা সব,—ভাবনা বা সে ওদের পিঠে। ওই আমাদের চোখের মণি, ওই আমাদের বুকের বল,— ওই আমাদের অমর প্রদীপ, ওই আমাদের আশার স্থল,— ওই আমাদের নিখাদ সোনা, ওই আমাদের পুণ্যফল,— আদর্শে যে সত্য মানে—সে ওই মোদের ছেলের দল। ওরাই ভাল বাসতে জানে দরদ দিয়ে সরল প্রাণে, প্রাণের হাসি হাসতে জানে, খুলতে জানে মনের কল,— ওই যে চট্ট, ওই যে চপল,—৪ই আমাদের ছেলের দল بياني.
পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।