পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমর!

সুক্তবেণীর গ্গ। যেথায় মুক্তি বিতরে রঙ্গে

আমরা বাঙ্গালী বাস করি সেই তীর্থে--বরদ বঙ্গে বাম হাতে যার কম্লার কুল, ডাহিনে মধুক-মালা, ভালে কাঞ্চন-শৃঙ্গ-মুকুট, কিরণে ভূবন আলা, কোল-ভর৷ বার কনক ধান্ত, বুকভরা যার স্গেহ,

চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ,

সাগর যাহার বন্দন! রচে শত তরঙ্গ তলে,

আমরা বাঙ্গালী বাস করি সেই বাঞ্চিত ভূমি বঙ্গে ।

বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়্া আছি,

আমরা! হেলায় নাগেরে খেলাই, নাগেরি মাথায় নাচি। আমাদের সেনা যুদ্ধ ক'রেছে সজ্জিত চতুরঙ্গে, দশাননজরী বামচন্ত্রের প্রপিতামহের সঙ্গে ।

আমাদের ছেলে বিজয়সিংহ লঙ্কা করিয়৷ জয়

সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্মের পরিচয় ।

এক হাতে মোর মগেরে কুণেছি, মোগুলেরে আর হাতে, াদ-প্রতাপের হুকুমে হঠিতে হ'য়েছে দিলীনাথে।

জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাঙ্খকার

এই বাঙলার মাটিতে গাখিল সুত্রে হীরক-হার। বাঙালী অতীশ লঙ্ঘিল গিরি তুবারে ভয়ঙ্কর,

জ্বালিল জ্ঞানের দীপ তিববতে বাঙালী দীপন্কর। কিশোর বয়সে পক্ষধরের পক্ষশাতন করি,

বাঙালীর ছেলে ফিরে এল দেশে ষশের মুকুট পরি' ॥ বাঙলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সঙস্কৃতের কাঞ্চন-কোকনদে |