পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিয়রে তার স্বৰ্য্য এসে সোনার কাঠি ছোয়ায় হেলে, নিদ্বমহলে জ্যোৎস্না নিতি বুলায় পায়ে রূপার কাঠি । নাগের বাঘের পাহারাতে হচ্ছে বদল দিনে রাতে, পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোয়ায় পা’টি । মউল ফুলের মাল্য মাথায়, লীলার কমল গন্ধে মাতায়, পায়জোরে তার লবঙ্গ-ফুল অঙ্গে বকুল আর দোপাটি। নারিকেলের গোপন কোষে অন্নপানী’ জোগায় গো সে, কোলভরা তার কনক ধীনে আ টুটি শীষে বাধা আটি । সে যে গে নীল-পদ্ম-আঁখি, সেই তো রে নীলকণ্ঠ পার্থী,— মুক্তি-সুখের বার্তা আনে ঘুচায় প্রাণের কান্নাকাটি । সুদূরের যাত্রী আজ আমি তোমাদের জগৎ হইতে চ'লে যাই, ভাই, জনেকের চেনা মুখ কাল যদি খোজ দেখিবে সে নাই । ფvS) रघूरब्रब्र यांजी