পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাৰ্য-সঞ্চয়ন চির-নবীনতা শিশু-শশী-রূপে অঙ্কিত ভালে যার,— জগতের গ্লানি-নিন্দা-গরল যাহার কণ্ঠহার,— সেই গৃহবাসী উদাসী জনের চরণে নমস্কার । অজন-ধারার সোনীর কমল ধরেছে যে জন বুকে,— শর্মীতরু সম রুদ্র অনল বহিছে শাস্তমুখে,— অনুখন যেই করিছে মথন অতীতের পারাবার,— অনাগত কোন অমৃতের লাগি',— তাহারে নমস্কার । লুতার স্বতীয় ছলিয়ে দোলা ঝুলন খেলা খেলবি আয় ! 8N9