পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুধের মত, মধুর মত, মদের মত ফুলে বেঁধেছিলাম তোড়, ' বৃন্তগুলি জরির স্থতায় মোড়া ! পরশ কারো লাগলে পরে পাপড়ি পড়ে খুলে,— তবুও আগা গোড়া ; চৌকী দিতে পারলে না চোখ জোড়া ; দুধের বরণ, মধুর বরণ, মদের বরণ ফুলে বেঁধেছিলাম তোড়া ! মধুর মত, দুধের মত, মদের মত স্বরে গেয়েছিলাম গান, প্রাণের গভীর ছন্দে বেপমান ! হাল্কা হাসির লাগলে হাওয়া যায় সে ভেঙ্গে ! তবুও কেন প্রাণ ছড়িয়ে দিলে গোপন মধুতান ! মধুর মত, মদের মত, দুধের মত স্বরে গেয়েছিলাম গান । মধুর মত মদের মত অধীর-করা রূপ বেসেছিলাম ভালো, অরুণ অধর, ভ্রমর আঁখি কালো ! নিশাসখানি পড়লে জোরে হতাম গো নিশ্চ প— সে প্রেমও ফুরা’ল ! নিৰে গেল নিমেষহীরা আলো ! মধুর মত, মদের মত, অধীর-করা রূপ বেসেছিলাম ভালো। massa saams as sag 8 ఏ