পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कॉट्स-म**द्रन সেথা তার সে ভার সে সে য়ে ঘাটে ঘট ভাসায় নিতি অঙ্গ ধুয়ে সাঝের আগে, পূর্ণিমা চাদ ডুব দিয়ে নায়, চাদ-মালা তার ভাসতে থাকে! জলের তলে খবর পেয়ে বেরিয়ে আসে মৃণাল মেয়ে কলমী-লতা বাড়ায় বাহু বাহুর পাশে বাধতে তাকে ; রূপের স্মৃতি জড়িয়ে বুকে চাদের আলো ভাস্তে থাকে ! ধূপের ধোয়ায় চুলটি শুকায়, বিনি স্থতার হার সে গড়ে, দোলন চাপার ননীর গায়ে . আলোর সোহাগ গড়িয়ে পড়ে ! কানড়া ছাদ খোপা বাধে, পিঠ-ঝাপা তার লুটায় কাধে, কাজল দিতে চক্ষে আজো চোখের পাতায় শিশির নড়ে ; বেণীতে দেয় বকুল মালা বিনি স্থতার হার সে গড়ে । নামালে চোখ আকাশ ভর দিনের আলো ঝিমিয়ে আসে, কঁদিলে পরে মুক্তা ঝরে হাসলে পরে মাণিক হাসে ! কেরল কাঠের নৌকাখানি জানে নাকে তুফান পানি,— ઉર