পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ পারে তার গন্ধ আসে উচ্ছসি,— মুগ্ধ ছিয়ায় হাওয়ায় মেলি হাত ; ও পারে তায় মাল্য রচে উৰ্ব্বশী,— স্বপন-মাখা মৌন আঁখিপাত ! স্বৰ্গ-ভুবন মগ্ন গো তার স্বগন্ধে, ফুটেছে সে মন্দারেরি সাথ ; ইন্দ্র তারে বক্ষে ধরে আনন্দে, অনিন্দ্য সে পারের পারিজাত । এ পারে তায় হরণ ক’রে আনবে কে ?— মৃত্যু-সাগর করবে পারাপার ? তাহার লাগি” বজ্ৰে কুহুম মানবে কে ?— স্বর্গে হানা দিৰে বারবার ? ঐরাবতের মাথায় অসি হানবে কে ?— প্রিয়ায় দিতে পারিজাতের হার ? পারের পারিজাতের মরম জানবে কে ? কে ঘুচাবে প্রাণের হাহাকার ? এ পারে কি কল্পনাতেই থাকৃবে সে — নাগাল তারে পাবে না এই হাত ? সোনার স্বপন—মরণ শেষে ঢাকৃবে সে,— চির সাধের পারের পারিজাত । 缸●

  • ांबेिखांस>