পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাবুকের ভালে রাখি পরশ অদৃশু, মেলে সে নূতন আঁখি ८छ्८द्ब्र नव विश्वं ! মনের মানস-রসে নব ভব নিশ্বসে নব আলো পড়ে খসে <Tā●_Q酉M本T了 脑 ভাব— ভাব-কদমের ফুল দিনে রাত্রে ফুটে ওঠে জগতের রসম্বন গাত্রে, মধু তার অফুরান স্বধা হ’তে নহে আন মোরা জানি সন্ধান ধরি হৃদি-পাত্রে । মোরা উঠি পল্লবি” বিহ্ব্যৎ-লতিকায় ; নীহারিক ছায়াছবি,— মোরা নাচি ঘিরি’ তীয় মুকুতায় অবিরাম করি মোরা অভিরাম, জড়াই কুসুম-দাম সাগরের অতিকায় । বিদ্যুৎপর্ণ