এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সবুজ পরী সবুজ পরী ! সবুজ পরী! সবুজ পাখা জ্বলিয়ে যাও, এই ধরণীর ধূসর পটে সবুজ তুলি বুলিয়ে দাও । তরুণ-করা সবুজ স্বরে স্বর বাধ গো ফিরে ঘুরে, পাগল আঁখির পরে তোমার যুগল আখি ঢুলিয়ে চাও । ঘাসের শীষে সবুজ ক'রে শিস দিয়েছ, সুন্দরী ! তাই উথলে হরিৎ দোহাগ কুঞ্জবনের বুক ভরি’ ! যৌবনেরে যৌব রাজ্য দেওয়া তোমার নিত্য কাৰ্য্য, পাঞ্জা তোমার শুামল পত্র নিশান তৃণ-মঞ্জরী। যাদুকরের পান্না জলে তোমার হ:তর আংটিতে, হিয়ার হাসি কান্না জাগে সবুজ মুরের গানটিতে। কুণ্ঠাহার তোমার হাসি,— ভয় ভাবনা যায় যে ভাসি ; যায় ভেসে যায় পাংশু মরণ পাতাল-মুখে গাংটিতে । এই ধরণীর অস্থি বুঝি সবুজ স্বরের আস্থায়ী ফিরে ঘুরে সবুজ স্বরে তাই তো পরাণ লয় নাহি'; রবির আলোর গৈরিকেতে সবুজ সুধা তঃ পতে তাই তো পিয়ে তরুর তরুণ—তাই সে সবুজ সোমপায়ী وون