পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাজ কবর যে খুলী বলে বলুক তোমায় আমি জানি তুমি মন্দির । চির-নিরমল তব মুরতির ভায় মৃত্যু নোয়ায় নিজ শির ; প্রেমের দেউল তুমি মরণ-বেলায়, শিরোমণি তুমি ধরণীর। তীর্থ তুমি গো তাজ নিখিল প্রেমীর, মরমীর হিয়ার আরাম, অশ্রু-সায়রে তুমি অমল-শরীর কমল-কোরক অভিরাম । তনু-সম্পূট তুমি চির-ঘরণীর, মৃত্যু-বিজয় তব নাম । ঘুমায় তোমাতে প্রেম-পূর্ণিমা-চাদ,— এমন উজল তুমি তাই, চাদের অমিয়া পেয়ে এই আহলাদ কোনো খানে কিছু মানি নাই ; ওগো ধবলিয়া মেঘ ! আলোর প্রসাদ ঝরে দ্বিরি’ তোমারে সদাই । যমুনা প্রেমের ধারা জানি দুনিয়ায়,— তীর তার বিরি চিরদিন পিরীতির স্থতি যত জেগে আছে, হায়, অতীত প্রেমের পদ-চিন, ব্রজে কিবা মথুরায় কিবা আগ্ৰায় রাজা ও রাখাল প্রেমে লীন । 있