পাতা:কাব্য-সঞ্চয়ন (সত্যেন্দ্রনাথ দত্ত).djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-যমুনার জল প্রেমে সে বিধুর কাজরী-কাফিতে উন্মাদ– গোকুলে সে পিয়াইল রসে পরিপুর পিরীতির মহুয়া অগাধ ; শাজাৰ্ছ-তাজের প্রাণে সপিল মধুর দম্পতী প্রেমের সোয়াদ ! জগতে দ্বিতীয় রুরু রাজা শাজাহান দেবতার মত প্রেম তার, দিয়ে দান আপনার অৰ্দ্ধেক প্রাণ মরণ সে ঘুচাল প্রিয়ার। মরণের মাঝে পেল সুধা সন্ধান, মৃত প্রিয়া স্মরণে সাকার! কী প্রেম তোমার ছিল—চির-নিরলস, কী মমতা হে মোগল-রাজ ! পালিলে শোকের রোজা কত না বরষ ফল ভ’খি পরি’ দীন সাজ ! কছুের শেষে বিধি পুরাল মানস– উদিল ইদের চাদ - তাজ । ভেবেছিলে শোকাহত হারায়ে প্রিয়ায় ভেবেছিলে সব হ’ল ধুল ; হে প্রেমী ! বেঁধেছে বিধি একটি তোড়ায় চামেলি ও আফিমের ফুল ; করেছে আফিম-ফুল মরণের স্বায়, বঁাচে তৰু চামেলি অতুল । 년) ७छि